সুনামগঞ্জে আরও ২৫ করোনা রোগী শনাক্ত

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জ জেলায় একদিনে নতুন করে আরও ২৫জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩২৯জনে। এর আগের দিনে এই জেলায় আরও ৩৪জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। সরকারি নির্দেশনার কোন তোয়াক্কা না করে অসচেতনভাবে জনগনের চলাচলে এই জেলায় করোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হয়ে পরেছে। আপনাদের ভালোবাসায় আক্রান্ত হওয়ার প্রথম ১৪দিনে কেউই এই রোগের লক্ষণ না বুঝতে পারায় তারাও ঘুরে বেড়িয়েছেন শহরের বিভিন্ন প্রান্তে। এতে এই ভাইরাসের জীবানু ছড়িয়ে দিয়েছেন স্বজন ও পরিচিতদের মাঝেও। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে নতুন করে লক্ষণ দেয়া দিয়েছে অনেকেরই। এ অবস্থায় সিলেট বিভাগের মধ্যে অন্যতম করোনা হটস্পট হয়ে পরেছে সুনামগঞ্জ। জেলা সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানিয়েছেন‘ নতুন করে আরও ২৫জন করোনা আক্রান্ত রোগী সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন, এতে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ৩২৯জনে দাড়িয়েছে, অনেকেই এখনো টেষ্ট করাননি, অনেকে লক্ষণ দেখা দেয়ার পর তা গোপন রেখে চলছেন যা এই জেলার মানুষের জন্য ভয়াবহ বিপদ হতে পারে, আমরা যেখানেই এসব মানুষদের খবর পাচ্ছি দ্রুত তাদের নমুনা সংগ্রহ করে তাদের আইসোলেশনে নিবির পর্যবেক্ষণে রেখে সেবা দেয়া চেষ্টা করছি, অসচেতন মানুষের খামখেয়ালিপনার কারণে তারা নিজেরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তেমনি সবার জন্য বিপদ ডেকে আনছেন, সরকারের নির্দেশনা মানুষের ভালোর জন্যই, অবশ্যই আমাদেরকে আরও সচেতন হতে হবে’।
সূত্র ঃ সুনামগঞ্জ টুয়েন্টিফোর