জাতীয়

দিরাইয়ে যুবকের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে টিটু দাস (২২) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ারগাঁও গ্রামের মৃত প্রমোদ চন্দ্র দাসের পুত্র। বুধবার রাতে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মুঠোফোনে আক্রান্ত যুবক টিটু দাস জানান, আমার শরীরে জ্বর, সর্দি কিংবা করোনা উপসর্গ বলতে কিছু নেই, আমি পুরোপুরি সুস্থ আছি। বিভিন্ন রেষ্টুরেন্টে দুধ সরবরাহের কাজ করেন জানিয়ে যুবক টিটু দাস আরও বলেন, কাজের সুবাদে আমি দিরাই বাজার ব্রীজ সংলগ্ন আজিজ ম্যানশনে ভাড়া বাসায় ব্যাচেলর হিসেবে বসবাস করি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, করোনা আক্রান্ত যুবক টিটু দাস দিরাই পৌর শহরের হারানপুর এলাকার আজিজ ম্যানশনে বসবাস করেন। করোনা পজিটিভ জানার পরপরই আমরা তার আবাসস্থলে গিয়ে তাকে বাসায় আইসোলেশনে থাকতে বলেছি। তার চিকিৎসাসহ সবধরনের সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, দিরাইয়ে ইতোপূর্বে চিকিৎসক নার্সসহ করোনা শনাক্ত হওয়া ৭ জনই সুস্থ হয়ে উঠেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap