দিরাইয়ে পুলিশ সদস্য, শিক্ষিকাসহ ৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) এক পুলিশ সদস্য ও এক শিক্ষিকাসহ মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, দিরাই থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জাহেদ আহমদ, তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা রানী রায় ও সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামের নানু দাস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রে আরও জানা যায়, গত ৯ জুন শনাক্ত হওয়া তিনজনসহ মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, করোনা শনাক্ত হওয়া পুলিশ সদস্য থানায়, শিক্ষকা নিজ বাসায় আইসোলেশনে আছেন। নানু দাস ফোনে জানিয়েছে সে এখন সিলেটে।
উল্লেখ্য, গতকাল (বুধবার) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ারগাঁও গ্রামের যুবক টিটু দাসের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ-র আগে উপজেলায় আরও সাতজন করেনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।