দিরাই ফায়ার স্টেশন দ্রুত চালু করার দাবিতে গণস্বাক্ষর ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক ঃ ‘দাবি উঠুক সমস্বরে, ফায়ার স্টেশন চালু হোক দিরাইয়ে’ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন দ্রুত চালু করার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন হয়েছে।
রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে নিজেদের স্বাক্ষর প্রদান করে দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,স্বজনের উপদেষ্টা জয়ন্ত কুমার সরকার, প্রভাষক মোস্তাহার মিয়া মুস্তাক, আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, সদস্য সচিব মহিবুর মুন্না, সদস্য মামুন অর রশীদ চোধুরী, রুহুল আমিন, টিটন, জায়েদ, মুজাক্কির, তুহিন, রুভেল, সুমন, হৃদয় প্রমুখ।
স্বজন আহবায়ক ইসলাম উদ্দিন জানান, উদ্বোধনের প্রায় ২ বছর অতিবাহিত হলেও দিরাই ফায়ার স্টেশনটি আজো চালু হয়নি। একের পর এক অগ্নিকাণ্ডে মানুষের ক্ষয়ক্ষতি হয়েই চলছে। ফায়ার স্টেশন দ্রুত চালু করার দাবীর সাথে সহমত পোষণকারীদের স্বাক্ষর আমরা সংগ্রহ করছি। গণস্বাক্ষর গ্রহণ শেষে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও এলাকার মাননীয় সংসদ সদস্যের কাছে স্বারকলিপি প্রদান করব।
উল্লেখ্য, বিগত ২০১৬ ইং সনে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড নিকটবর্তী দিরাই মদনপুর সড়কের পাশে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এরপর ২০১৮ ইং সনে নির্মাণ কাজ শেষে একই বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার স্টেশনের উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর ফায়ার স্টেশন উদ্বোধনের পর দুই উপজেলার ফায়ার স্টেশনের কার্যক্রম বেশ আগেই শুরু হয়েছে। অথচ উদ্বোধনের ২০ মাস পেরিয়ে গেলেও আজো চালু হয়নি দিরাই ফায়ার স্টেশন।