সারাদেশ

দিরাই ফায়ার স্টেশনে কার্যক্রম শুরুর দাবীতে মানববন্ধন

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর সদরে অবস্থিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে দ্রুত কার্যক্রম শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ জুন) বিকাল ৫ ঘটিকায় থানা পয়েন্টে দিরাই রক্তদাতা স্বেচ্ছাসেবী সংঘের আয়োজনে ও স্থানীয় লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হুসেন রাজীব, সহসভাপতি সুবীর দাস, যুগ্ম সম্পাদক জাহেদ মিয়া। উপস্থিত ছিলেন সহসভাপতি দেবাংশু মিত্র, সাংগঠনিক সম্পাদক আমজাদ সরদার, সদস্য সায়েম, ফাহিম, অমিত, দিদার, রতন, টুটুল, হুসেন, কৃষ্ণ, লিমন, মিন্টু, দিলোয়ার, রুপক প্রমুখ।

বক্তারা দিরাই’র আপামর জনসাধারণকে আগুন জনিত দুর্ঘটনা থেকে সুরক্ষায় দ্রুত ফায়ার স্টেশনটি চালুর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, বিগত ২০১৬ ইং সনে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড নিকটবর্তী দিরাই মদনপুর সড়কের পাশে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এরপর ২০১৮ ইং সনে নির্মাণ কাজ শেষে একই বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার স্টেশনের উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর ফায়ার স্টেশন উদ্বোধনের পর দুই উপজেলার ফায়ার স্টেশনের কার্যক্রম বেশ আগেই শুরু হয়েছে। অথচ উদ্বোধনের ২০ মাস পেরিয়ে গেলেও আজো চালু হয়নি দিরাই ফায়ার স্টেশন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap