জাতীয়

দিরাই ফায়ার স্টেশন চালু প্রসঙ্গ গণদাবীতে রুপ নিয়েছে

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে এক কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি বিগত ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন ঘোষণা করেন। এরপর প্রায় ২০ মাস অতিবাহিত হলেও আজ অবধি কার্যক্রম শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল না পাওয়ায় ভবনটি সৌন্দর্য বর্ধন ছাড়া কোন কাজেই আসছে না। উপজেলাজুড়ে একের পর এক ঘটছে অগ্নি দুর্ঘটনা। বিগত ৩ মাসের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৬ টি অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ৩৫ কিলোমিটার দূরবর্তী জেলা সদর অথবা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট ডাকতে হয়। সেখান থেকে পৌঁছাতেই আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় মানুষের সবকিছু। এপরিস্থিতিতে দিরাই ফায়ার স্টেশনটি দ্রুত কার্যক্রমে আসার দাবী গণদাবীতে রুপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবী তুলেছেন স্থানীয়রা।

একই দাবীতে শুক্রবার স্থানীয় দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। সকাল ১০ টায় ‘স্বজন‘ এর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল ৫ টায় ‘দিরাই রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন‘ এর আয়োজনে থানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সামজিক দুরত্ববিধি মেনে অনুষ্ঠিত উভয় কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক স্বতস্পুর্তভাবে অংশ নিয়ে দাবীর প্রতি একাত্মতা পোষণ করেন।

উল্লেখ্য, গণপুর্ত মন্ত্রাণালয়ের অধীনে বিগত ২০১৬ ইং সনে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ফায়ার স্টেশনটি নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ ইং সনে শেষ হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap