জাতীয়সারাদেশ

সংবাদ সম্মেলনে অভিযোগ ; দিরাইয়ে প্রনব বাহিনীর তান্ডবে অসহায় শতাধিক পরিবার

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে প্রনব বাহিনীর তান্ডবে অসহায় হয়ে পড়েছে গ্রামের নিরীহ শতাধিক পরিবার। অবৈধভাবে গ্রামের নিরীহ দিনমজুরের জায়গা দখল রাখতে গ্রামবাসির উপর হাঁস লুটের একটি মিথ্যা অভিযোগ করেছেন প্রনব দাস ও তার বাহিনীর লোকজন। রোববার বেলা ১১টায় স্থানীয় গনমাধ্যমকর্মীদের সামনে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলার রাজানগর ইউনিয়নের সিরিয়ারচর গ্রামের মুক্তিযোদ্ধা ও পঞ্চায়েতীসহ শতাধিক গ্রামবাসী। গ্রামের লোকজন জানান, প্রনব ও তার বাহিনীর লোকজন বিভিন্ন সময়ে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচার নির্যাতন ও হয়রানিমুলক মামলা দিয়ে তাদের আধিপত্য বিস্তার করে আসছে।

জানাগেছে,উপজেলার রাজানগর ইউনিয়নের সিরিয়াচর গ্রামের মৃত প্রেমানন্দ দাসের পুত্র দিনমজুর হেমরঞ্জন দাসের বাড়ির জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন গ্রামের মৃত হরেন্দ্র দাসের পুত্র প্রনব ও তার বাহিনীর লোকজন। অবৈধভবে জায়গা দখলকে পাকাপোক্ত করে রাখতে চতুর প্রনব দাস তার চাচাতো ভাই মুক্তিযুদ্ধা বকুল সরকারকে দিয়ে গ্রামের পঞ্চায়েতীসহ গ্রামের লোকজনের উপর মিথ্যা হয়রানীমুলক অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গ্রামের লোকেরা। প্রতিকার চেয়ে ভুক্তভোগী শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত পৃথক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও দিরাই থানায় দাখিল করেছেন।

গ্রামের মুক্তিযোদ্বা বিধান চন্দ্র দাস, সজিব দাসসহ উপস্থিত একাধিক লোকজন বলেন, নিরীহ হেমরঞ্জন দাসের বসত বাড়ির সীমানা ঠেলিয়া কিছু ভূমি দখল করে রাখে প্রণব ও তার লোকেরা। এছাড়া প্রণব দাস হেমরঞ্জনের বাড়িসহ ও পার্শ্ববর্তী বাড়ির সামেন খোলা পায়খানা স্থাপন করে। এসব বিষয় নিয়ে হেমরঞ্জন গ্রামের মুরুব্বিদের নিকট নালিশ দিলে আমরা উভয় পক্ষকে নিয়ে বসিয়া তাদের ভূমির কাগজপত্র পর্যালোচনা করি। প্রণবের দখলে থাকা ভূমি উদ্ধার করে সার্ভেয়ারের মাধ্যমে সঠিক সীমানা নির্ধারণ করে দেই। এতে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠে। নিরীহ হেমরঞ্জনকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। গ্রামের লোকেরা তাদের অন্যায়ের প্রতিবাদ করাতে প্রণবের ভাই মুক্তিযোদ্ধা বকুল দাসকে ব্যবহার করে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে।

গ্রামের মুরুব্বি অধীর তালুকদার, রতি দাস, পতিত পাবন দাস, বিজন মল্লিক, ব্রজরাজ দাস, দীপক দাস বলেন, প্রণব দাস ও তার লোকদের অপতৎপরতায় গ্রামের শান্তিপ্রিয় পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রণব দাস নিজের পেশীশক্তি ও চাচাতো ভাই মুক্তিযোদ্ধা বকুল দাসের পরিচিতি অপব্যবহার করে গ্রামের নিরীহ লোকদের হয়রানি ও নিপীড়ন করছে। বকুল দাসের দায়ের করা হাঁস লুট সংক্রান্ত অভিযোগটিকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবী জানান গ্রামবাসী।

তবে গ্রামবাসীর এসব অভিযোগ মিথ্যা বলে দাবী করছেন প্রণব দাসের স্বজনরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap