জালাল সিটি সেন্টারের দুই মাসের দোকান ভাড়া মওকুফ

বিশেষ সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে অবস্থিত আধুনিক বিপনি বিতান জালাল সিটি সেন্টারের দুই মাসের দোকান ভাড়া মওকুফ করেন মালিকপক্ষ। সোমবার (১৫ জুন) বিকেলে জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে দোকান কোঠার মালিকপক্ষ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে এপ্রিল ও মে দুই মাস মার্কেট বন্ধ থাকাকালীন সময়ের দোকান ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেন মালিকপক্ষ। এসময় মালিকপক্ষের মাঝে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী, সাবেক কাউন্সিলর হিরেন্দ্র দেবনাথ,সোয়েব আহমদ চৌধুরী, বেলাল হোসেন, আমজাদ হোসেন, উজ্জ্বল মিয়া। মানবিক দিক বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়িদের পক্ষে মার্কেট কর্তৃপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান মাস্টার অপটিক্যাল এন্ড লাইব্রেরীর স্বত্বাধিকারী রুকনুজ্জামান জহুরী।