জাতীয়
ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু

কলম শক্তি ডেস্ক ঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে আজ সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ৬ জনের করোনা পজিটিভ ছিল। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের আবুল কাশেম (৬২), এমকেএম জহিরুল হক (৭৮), বরিশালের সাদিকুল ইসলাম (৫৫), নোয়াখালী সেনবাগের হানিফ (৭০), নরসিংদীর আব্দুল মতিন (৫৮) এবং ঢাকার দোহারের আব্দুর রহমান (৬৫)। এছাড়াও করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে মারা গেছেন বাকীরা। অনেকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল কিন্তু ফলাফল জানা যায়নি।
সূত্র ঃ দৈনিক মানবজমিন