জাতীয়
দিরাই থানার ওসি করোনায় আক্রান্ত

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ওসিসহ উপজেলায় আরও ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত অন্যরা হলেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খন্দকার খায়রুল আলম ও উপজেলার চরনারচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের মুজিবুর রহমান (৫০)। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও গত ১১ জুন থানায় কর্মরত এক কনস্টেবল, এক শিক্ষিকাসহ তিনজন ও ১০ জুন আরও এক যুবকের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কনস্টেবল ও এক যুবক সুনামগঞ্জ সদর হাসপাতালে, শিক্ষকা ও অপর যুবক নিজ বাসায় আইসোলেশনে আছেন। এরআগে উপজেলায় আরও সাতজনের করোনা শনাক্তের পর তারা সুস্থ হয়ে উঠেছেন।