সারাদেশ

দু’দিনের জন্য লকডাউন শাল্লা

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজার দুইদিনের জন্য লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে পরবর্তী দুইদিন এ লকডাউন কার্যকর থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল-মুক্তাদির হোসেন। তিনি জানান, ‘ঐ এলাকায় হঠাৎ করে করোনা সংক্রমণ বড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আল-মুক্তাদির বলেন, ‘এই এলাকায় শুধুমাত্র ঐষুদের দোকান খোলা থাকবে। তাছাড়া জরুরী প্রয়োজনে ৩৩৩ অথবা ০১৩১৩ ৬৪৮৭৩৫ (উপজেলা কন্ট্রলরুম) কল করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।’ এদিকে এই উপজেলায় সরকারের নতুন পদ্ধতী রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জুন এর নির্ধারণে কাজ করছে জেলা সিভিল সার্জন অফিস। এ বিষয়ে নতুন নির্দেশনার অপেক্ষায় শাল্লা উপজেলা প্রশাসন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap