সারাদেশ
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত দেলোয়ারের পাশে দিরাই থানা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামের ব্রেইন স্ট্রোকে আক্রান্ত দেলোয়ার হোসেনের পাশে দাঁড়িয়েছে ফেইসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা গ্রুপ (DTG)। মঙ্গলবার (১৬জুন) সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে তার হাতে নগদ অর্থ তার হাতে তুলে দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস খান ( ইমন)। ইমন বলেন, সমাজের অসহায় এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই দিরাই থানা গ্রুপের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার মানুষের সেবায় কাজ করছে সংগঠনটি।