জাতীয়সারাদেশ

সুনামগঞ্জে দুটি পৌরসভাসহ ১৫ ‘রেড জোন’ এ লকডাউন

কলম শক্তি ডেস্ক ঃ জুন মাসে সুনামগঞ্জে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ পর্যন্ত জেলায় ৬৪১জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসন সংক্রমিত ১৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করে মঙ্গলবার থেকে লকডাউনের নির্দেশনা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনিকে মাঠে নামিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সুনামগঞ্জ জেলার তিনটি পৌরসভাস ১৫ টি এলাকায় চলতি মাসে আশঙ্কাজনক করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। করোনার ১৫টি হটস্পট চিহ্নিত করে ১৫টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এসব এলাকায় লকডাউনের নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ দুপুর থেকেই ১৫টি এলাকার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। রেড জোন এলাকা সুনামগঞ্জ পৌরসভা, ছাতক পৌরসভা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন ও উপজেলা সদর, একই উপজেলার পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন, জগন্নাথপুর পৌরসভা ও শাহারপাড়া ইউনিয়ন। ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা, জাউয়াবাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন, দোয়ারাবাজার উপজেলা সদর, বাংলাবাজার ও মান্নারগাঁও ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা। এসব এলাকায় আইন শৃঙ্খলাবাহিনী বিশেষ টহল দিচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে সুনামগঞ্জে এ পর্যন্ত ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চার জন। সুস্থ হয়েছেন ১৩২ জন। এই অবস্থায় প্রশাসন জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ, একটি পৌরসভা আংশিক ও ১১টি ইউনিয়নের কিছু অংশকে রেড জোন হিসেবে ঘোষণা করে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন বলেন, রেড জোনে সাধারণ ছুটি থাকবে ২১ দিন অর্থাৎ ৭ জুন পর্যন্ত। তবে সংশ্লিষ্ট অফিস, দপ্তর নিজেদের কার্যপরিধি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যান্য কার্যক্রম কোভিড- ১৯ জাতীয় প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় রেড জোন এলাকা ঘোষণা হয়েছে। সিভিল সার্জন এই বিষয়ে কী কী করণীয় চিঠি দিয়ে সংশ্লিষ্টদের জানাবেন। সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র ঃ হাওর টুয়েন্টিফোর

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap