জাতীয়

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪০০৮, মৃত্যু ৪৩ জনের

কলম শক্তি ডেস্ক ঃ দেশে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। এদিকে একই সময়ে রেকর্ড শনাক্তের দিনে ১৩শ’ ছাড়িয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৮ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৩০৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ১৮৯ জন। প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap