সারাদেশ

দিরাইয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে পুর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামে এঘটনা ঘটে। এতে গ্রামের উভয় পক্ষের আলম উল্লা’র ছেলে জগলু, হারুন মিয়ার পুত্র নুর আলম, ফরুক মিয়ার ছেলে রুহুল আমিন, আবদুল মতিনের ছেলে তরিকুল, মাহমদ আলীর ছেলে টিপু মিয়া, ফজর আলীর পুত্র শ্যাম, ফয়েজ উল্লা’র পুত্র মায়িদ মিয়া আহত হন। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আব্দুল মালিক ও বোরহান উদ্দিনের লোকজনের মধ্যে পুর্ব বিরোধ মামলা-মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে আজ (শুক্রবার) দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়বাঙালি মসজিদ ও মাদ্রাসার জমি ইজারা বিষয়ে আলোচনা করতে শুক্রবার মাদ্রাসায় বৈঠকে বসে গ্রামবাসী। এতে বিবদমান দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। উন্মুক্ত ডাকে সর্বোচ্চ দরদাতাকে জমি ইজারা প্রদান করা হয়। জমি ইজারা কাজ সম্পন্ন হবার পর তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পরে।

রায়বাঙালি জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী তঞ্জব আলী বলেন, শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসায় গ্রামবাসীর উপস্থিতিতে মসজিদ মাদ্রাসার জমি ইজারা দিতে বৈঠকে বসি আমরা। ইজারার কাজ শেষ হবার পর ১২ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষ কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রায়বাঙালি মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য তছর মিয়া বলেন, মাদ্রাসার জমি ইজারা নিয়ে নয়, বৈঠক শেষে উপস্থিত দুপক্ষ পুর্ব বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু করে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ব্যাপক কোন সংঘর্ষ হয়নি।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রামে দুটি পক্ষ রয়েছে। গ্রামের যৌথ এসব জমিজমা ইজারা কার্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সম্পৃক্ত করে দিতে তাদের বলা হয়েছিল। এটি কোন পক্ষই মানেনি। আজ ইজারা কাজে দুপক্ষ একত্রে হওয়াতেই সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap