জাতীয়
বানিজ্য মন্ত্রী করোনায় আক্রান্ত

কলম শক্তি ডেস্ক ঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করোনাভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ এসেছে। আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশী বিকেল সাড়ে পাঁচটায় এ তথ্য নিশ্চিত করেছেন। লতিফ বকশী জানান, লক্ষণ থাকায় ঈদের আগে একবার বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। সম্প্রতি আবার তাঁর লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। কিন্তু এবার ফলাফল পজিটিভ আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাণিজ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান লতিফ বকশী। তিনি আরও জানান, সুস্থ না হওয়া পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হাসপাতালেই থাকবেন। সুস্থতার জন্য বাণিজ্যমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
সূত্র – প্রথম আলো