দিরাইয়ে স্কুল থেকে ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষক

বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাস মহামারির কারণে সরকারি নির্দেশে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যথানিয়মে পাঠদান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আর এ ক্ষতি পুষিয়ে নিতে সুনামগঞ্জের দিরাইয়ে কদম্বতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেসবুক লাইভের মাধ্যমে নিচ্ছে অনলাইন ক্লাস। বিদ্যালটির প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাশ নিজ উদ্যোগে কদম্বতলী জিপিএস দিরাই ফেইসবুক পেইজের মাধ্যমে গত ১২ জুন থেকে প্রতিদিন লাইভ ক্লাস পরিচালনা করছে। এবিষয়ে বিকাশ রঞ্জন দাস জানান, আমি এটিইওর অনুপ্রেরণায় নিজ উদ্যোগে আমাদের স্কুলের পেইজ থেকে নিয়মিত লাইভে ক্লাস নিচ্ছি। আর এই লাইভে যাথে ছাত্র,ছাত্রীরা অংশ নিতে পারে তাই অভিভাবকদের মোবাইল নাম্বার সংগ্রহ করেছি। তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছি তারা যাতে শিক্ষার্থীদের এই লাইভ ক্লাস দেখান। তাছাড়া শিক্ষার্থীরা যাথে লাইভ ক্লাসটি দেখতে স্কুল পেইজটিতে যুক্ত হতে পারে তার জন্য আমার স্কুলের শিক্ষকরা মাঠ পর্যায়ে কাজ করছে।