দিরাইয়ে ব্রাক কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি চালক বিজিত দাস(৩০) ও ব্রাক দিরাই ব্রাঞ্চের প্রোগ্রাম অর্গানাইজার শামসুন্নাহার (৩৬) এর করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার আক্রান্ত ২জনসহ মোট ৮ জনের নমুনা সিলেট শাহজালাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে পাঠানো হলে আজ শনিবার দুজনের পজিটিভ আসে। নতুন আক্রান্ত দুজনসহ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন সুস্থ্য ও বাকিরা আইসোলেশনে আছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এসব তথ্য জানান। আক্রান্ত ব্রাক কর্মকর্তা বলেন, হাজী মাহমদ মিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন রোমানা টাওয়ারে ভাড়া বাড়িতে স্বামী ও ২ বছর বয়সী শিশুসন্তানসহ বসবাস করেন তিনি। কয়েকদিন ধরে জ্বর ও গলাব্যথা হলে তিনি নমুনা দেন। তিনি জানান, বর্তমানে জ্বর নেই, সামান্য গলাব্যথা রয়েছে।