
নিজস্ব প্রতিবেদক : ‘সকলের ঐক্য, সেবাই মোদের লক্ষ্য’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ফেইসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ’ সমাজসেবামূলক নানান কার্যক্রমের পাশাপাশি এবার আয়োজন করেছে অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতা। রচনার বিষয় নির্ধারন করা হয়েছে ‘আগামী স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি ও আমাদের করণীয়’। আয়োজকরা জানান, মানুষকে লেখালেখিতে উৎসাহিত করার পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার ও প্রার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই রচনা প্রতিযোগিতার আয়োজন। এতে সকল শ্রেণি-পেশার লোকজন অংশ নিয়ে তুলে ধরতে পারবেন তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা অভিমত। আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো সমুজ্জ্বল ও জবাবদিহিতামুলক করতে প্রতিযোগিদের লেখনির মাধ্যমে জনপ্রতিনিধি ও নাগরিকদের ভূমিকা কেমন হওয়া উচিৎ সেটি উঠে আসবে। সবাইকে অংশগ্রহণ করে প্রতিযোগিতাটিকে সফল করতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী পাঁচ হাজার, দ্বিতীয়স্থান অধিকারী তিন হাজার ও তৃতীয়স্থান অধিকারী নগদ দুই হাজার টাকা করে পাবেন। এছাড়া প্রত্যেক বিজয়ীর জন্য থাকবে ছবিসহ সম্মাননা ক্রেষ্ট।
প্রতিযোগিতার নিয়মাবলী নিম্নরুপ,
আগামী ১০ই জুলাই ২০২০ইং রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকার মধ্যে “কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপে” রচনা পোস্ট করতে হবে। রাত ১০ ঘটিকার পর কারও পোস্ট (রচনা) গ্রহন করা হবে না। কেউ কারো লেখা যাতে কপি করতে না পারেন, সে জন্য এক সাথে সবার রচনা প্রতিযোগিতার পোস্ট এপ্রোভ করা হবে। রচনার সাথে মিল রেখে প্রতিযোগি ছবি দিতে পারবেন। রচনার উপরে “কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ” অবশ্যই উল্লেখ করতে হবে। প্রবাসে থেকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। কোন প্রবাসী ব্যক্তি বিজয়ী হলে দেশে অবস্থানরত বিজয়ীর মনোনীত প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টাবৃন্দ ও পরিচালনা পর্ষদ কেউই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। বিজ্ঞ বিচারক মন্ডলীর মাধ্যমে বিজয়ী নির্বাচন করার পর গ্রুপের পক্ষ থেকে স্থানীয় নিউজ পোর্টালে বিজয়ীর নাম ছবিসহ সংবাদ প্রকাশ করা হবে। সর্বক্ষেত্রেই আয়োজকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।