সারাদেশ
দিরাইয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে রুই, কাতলা, মৃগেল, কালা বাউসসহ দেশীয় প্রজাতির ৭৩৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি-২) এর আওতায় ও দিরাই উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় সোমবার দুপুর ১২ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের খেজাউড়া বড় মেদি বিলে এসব দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের ডি.ডি মোঃ জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের ডিএফও মোঃ আবুল কালাম আজাদ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী, এনএটিপি-২ প্রকল্পের মোঃ মাহফুজুর রহমান তালুকদার, রতন সরকার, শ্রীবাস দাস, হিলিপের মোঃ কামরুল ইসলামসহ বিলের সুফলভোগী ও স্থানীয়রা।