সারাদেশ
দিরাইয়ে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে অারও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত হলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকা রিজিয়া খাতুন (৫৮)। গত শনিবার ও রবিবার দুইদিনে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে পাঠানো হলে আজ (সোমবার ২২ জুন) একজনের পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এনিয়ে উপজেলায় মোট ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন বাকিরা আইসোলেশনে আছেন।