আন্তর্জাতিক

ইরানে ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

কলম শক্তি ডেস্ক ঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ৩,১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯০ হাজার মানুষ। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ এমপি আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের পার্লামেন্টের এই স্পিকার বলেছেন, নমুনা পরীক্ষায় ২৩ সংসদ সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে। এদিকে, দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap