
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আজ বুধবার (২৪ জুন) ১১ বছরের শিশুসহ মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন, দিরাই বাগবাড়ী গ্রামের সেনাসদস্য শাহাদাৎ হোসেনের শিশুকন্যা ফাতেমা আক্তার সাবিনা (১১), দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবু সুফিয়ান (৫২), করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জীবন বর্মনের স্ত্রী পুষ্পা বর্মন (২৫) ও পৌর সদরের চন্ডিপুর গ্রামের মাওলানা আরব উদ্দিনের পুত্র মোহাম্মদ বিন আরিফ (২৩)। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন। এনিয়ে উপজেলায় মোট ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন বাকিরা আইসোলেশনে আছেন।