দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গবাদিপশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গবাদিপশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের স্টীলের খুটির টানা তারের সাথে বিদ্যুতায়িত হয়ে গ্রামের পাখি মিয়ার গাভী গরুটি মারা যায়। এসময় অন্য আরেকটি গরুও বিদ্যুৎস্পৃষ্ট হলে গ্রামের লোকজন সেটিকে উদ্ধার করেন।
গ্রামের সুজাত মিয়া বলেন, স্টীলের খুটির পরিবর্তে পাকা খুটি স্থাপন করার জন্য ২/৩ মাস পুর্বে খুটি এনে রাখা হলেও আজও কাজ শুরু হয়নি। যদি কাজ হয়ে যেতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।
দিরাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী হায়দার আলী বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ঝড়ো হাওয়া ও ভারী বর্ষনের ফলে এল টি খুটির শ্যাকল ইনসুলেটর ল্যুজ হয়ে খুটির টানা তারে বিদ্যুতায়িত হয়ে যায়। গাভীটি ওই তারে গা ঘেঁষালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। সংবাদ পেয়ে আমাদের লোকজন সেখানে গিয়ে ত্রুটি সারিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, শতভাগ বিদ্যুৎতায়নের কাজ ত্বরান্বিত করতে অপ্রতুলতা থাকায় উপজেলার কয়েকটি স্থানে এল টি খুটি স্থাপন করা হয়েছে। এগুলো পরিবর্তনের কাজ করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটে আটকে আছে। আশা করছি, শীঘ্রই কাজ শুরু হবে।