
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আজ শুক্রবার (২৬ জুন) আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ৩১ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে ৯ জন সুস্থ হয়েছেন ও বাকিরা আইসোলেশনে আছেন। নতুন আক্রান্ত ৩ জন হলেন, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহআলম (৪৫), শাহআলম বর্তমানে স্বপরিবারে পৌর সদরের দোওজ গ্রামে বসবাস করছেন। এছাড়া আক্রান্ত অন্য দুজন হলেন, সেন মার্কেটের ব্যবসায়ী ময়না মিয়ার পুত্র মো. নাছির (২৪) ও দিরাই আনসার ভিডিপি অফিসে কর্মরত আনোয়ার আলীর পুত্র দিলন মিয়া (৩১)। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।