জাতীয়
দোকান খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

কলম শক্তি ডেস্ক ঃ করোনা ঝুঁকির মধ্যেই দোকানপাট খুলে দেয়ার পর এবার তা খোলা রাখার সময় আরো তিন ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আগামী ৩রা আগস্ট পর্যন্ত সরকারি অফিস সীমিত পরিসরেই পরিচালিত হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ১লা জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত দোকানপাট সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারি অফিসও বর্তমান নিয়মে এই সময়ে চলবে। এ বিষয়ে মঙ্গলবার রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপনে বিস্তারিত নির্দেশনা থাকবে।