দিরাইয়ে মা-ছেলেসহ নতুন আরও ৪ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আজ বুধবার (১ জুলাই) নতুন করে আরও ৪জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এরমধ্যে ১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। নতুন শনাক্তরা হলেন, দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামের আব্দুল লতিফ তালুকদারের পুত্র মুহিবুর রহমান তালুকদার (৫৬), হাসপাতাল রোডের কুসুম বাগ এলাকার বাসিন্দা বাচ্চু শিকদারের পুত্র নুর ইসলাম (৫২), নুর ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বিক্রমপুর, তিনি ব্যবসায়িক সূত্রে দিরাই বসবাস করেন। এছাড়া আক্রান্ত অন্য দুজন সম্পর্কে মা-ছেলে। এঁরা হলেন, করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের নিপু বর্মনের পুত্র নিধি কৃষ্ণ বর্মন (১৩) ও নিপু বর্মনের স্ত্রী শোভা বর্মন (৪২)। এরআগে এই পরিবারের নিপু বর্মন ও তার পুত্র উত্তম বর্মনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এসব তথ্য জানান।