দিরাইয়ে একদিনে সর্বোচ্চ ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে একদিনে সর্বোচ্চ ৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজনের পুর্বে করোনা শনাক্তের পর পুনরায় টেস্টে পজিটিভ আসে।
আক্রান্তরা হলেন, পৌর সদরের দোওজ গ্রামের অসীত বরণ রায়ের স্ত্রী শেলী রানী রায় (৪৫), হাইস্কুল রোডের নিখিল বর্মনের পুত্র নিপেশ বর্মন (৩৪), সুজানগর গ্রামের চুনু মিয়ার পুত্র মুহিবুর (২৬), ঘাগটিয়া গ্রামের হাজী আইনুল্লার পুত্র এরশাদ মিয়া (৬০), পুর্বে শনাক্ত হওয়া সোনালী ব্যাংক দিরাই শাখার কর্মকর্তা উত্তম কুমার দেব ও ঈমান আলী। এছাড়া আক্রান্ত অন্য ব্যক্তি হলেন শাল্লা উপজেলা সরসপুর গ্রামের নিতাই চন্দ্র দাসের পুত্র জোতির্ময় দাস (৩০।
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এসব তথ্য জানান।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এরমধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।