জাতীয়সারাদেশ

দিরাইয়ে নতুন করে আরও ৫জনের করোনা পজিটিভ শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আজ (৫জুলাই) নতুন করে আরও ৫জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হলেন, পৌর সদরের হারানপুর গ্রামের সব্যসাচী দাসের পুত্র ভাস্কর জ্যোতি দাস (২৪), উলুকান্দি গ্রামের ব্রাক দিরাই ব্রাঞ্চে কর্মরত প্রভাত চক্রবর্তীর পুত্র পরিতোষ চক্রবর্তী (২৭), সুজানগর গ্রামের মধু মিয়ার পুত্র তৌফিক ইসলাম (১৮), আনোয়ারপুর গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী নুসরাত (৩৫)। এছাড়া আক্রান্ত অন্য ব্যক্তি হলেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত শামসু শেখের পুত্র সোহেল শেখ (৩১)।

মোট ১০টি নমুনা পরীক্ষা করে ৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছে জানিয়ে রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এসব তথ্য জানান।

এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এরমধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap