সারাদেশ
দিরাইয়ে বন্যা দুর্গতদের মধ্যে আসাদ উল্লা’র ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আসাদ উল্লা সোমবার সকালে পৌর সদরের দিরাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ নাজমুল হক, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মহাজন সমিতির কোষাধ্যক্ষ কামনাশীষ রায়, যুবনেতা রায়হান চিশতী, শাহিয়ান কানন, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমেদ, ওমর ফারুক তপু প্রমুখ।