সারাদেশ

দিরাইয়ে বেড়িবাঁধ কেটে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক ঃ দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বরাম হাওরের উপ-প্রকল্প১৩ এর সভাপতি রনভূমি গ্রামের আব্দুস সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রাম্য বিরোধের জের ধরে কয়েকদিন আগে গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র শফিক মিয়া তার লোকজন নিয়ে বাঁধটি কেটে দিয়েছেন। বাঁধ কাটার কারণে তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের সড়ক যোগাযোগে সমস্যায় পরতে হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা রিপন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap