বিপদে মনোবল হারাবেন না – বন্যার্তদের পাশে এমপি জয়া সেনগুপ্তা

মোশাহিদ আহমদ ঃঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যা কবলিত এলাকার গ্রাম পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
মঙ্গলবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের জগদল কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নের ৭ শতাধিক পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বন্যা উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় বন্যার্তদের উদ্দেশ করে এমপি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ হাওরপাড়ের মানুষের নিত্যসঙ্গী। সৃষ্টিকর্তার কৃপায় এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই এ অঞ্চলের মানুষ টিকে আছেন আবহমান কাল ধরে। তিনি বলেন, আপনারা মনোবল হারাবেন না, মনকে শক্ত করে বিপদে ধৈর্য্য ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, ফখর উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমার এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া, সাধারণ সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু, যুবলীগ নেতা জিল্লুর রহমান, সানু মিয়া, আব্বাছ মিয়া, ছাত্রলীগ নেতা ফায়েজ চৌধুরী প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ননএমপিওভুক্ত ৫২ জন শিক্ষকদের জনপ্রতি ৫হাজার টাকা ও ১৬ কর্মচারীকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আউটসোর্সিংয়ে কর্মরতদের মধ্যে ঐচ্ছিক ফান্ডের ১ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করেন তিনি।