
স্টাফ রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০ টি গাছের চারা রোপন কর্মসূচি দিরাইয়ে উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিরাই শাল্লার এমপি ড. জয়া সেনগুপ্তা।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন আলম, সাংবাদিক আবু হানিফ চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।