সারাদেশ
দিরাইয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (উপজেলার কুলঞ্জ ইউনিয়নে কর্মরত) পৌর সদরের হারানপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার পুরকায়স্থ (৫৬) ও দিরাই থানা পুলিশের কনস্টেবল রফিকুল ইসলাম (২৬) এর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫৩ জন। এরমধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। এদিকে পুর্বে করোনা পজিটিভ শনাক্ত হওয়া দিরাই হাইস্কুল রোড বসন বিপনী স্বত্বাধিকারী শাহআলম পুনরায় টেস্টে তাঁর করোনা নেগেটিভ এসেছে।