সারাদেশ
ছাত্রলীগ নেতা দেবব্রত তালুকদারের উদ্যোগে বৃক্ষরোপণ

বিশেষ সংবাদদাতা ঃ “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বৃক্ষ রোপনের নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা তিতুমীর কলেজের ছাত্র, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দেবব্রত তালুকদার (জনি) তার নিজ হাইস্কুল ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল সাত্তার, আওয়ামিলীগ নেতা নূরনবী তালুকদার, উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কোরবান আলী সাধু, সাবেক ইউপি সদস্য রমজান আলী, স্কুলের সহকারী শিক্ষক প্রবীর দাশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।