দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারে ত্রাণ পৌঁছে দিলো ছাত্রলীগ

জগদল সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৬ জুলাই থেকে আজ বুধবার (৮ জুলাই) টানা তিনদিন নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রানের চাল, ডাল, তেল, লবন, পিঁয়াজ পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতায় এসব ত্রান বিতরণ কাজে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা রিগ্যান আহমদ, আহমেদুল হক সুবাস, রবিউল হাসান, এনামুল হক, সিহাবুর রহমান, রিয়াদ আহমদ, তারেক মিয়া, জুবেদ মিয়া, শাহ আলম, আনিসুল হক ইমন, রাজিব আহমদ, আবু হেনা, শুয়েব মিয়া, জুনেদ মিয়া, ফারহান মিয়া, মোবারক মিয়া, হাফিজুর, হাসান মিয়া, আলামিন, জাহিদ হাসান, জয়দ হাসান, শাহরিয়া ইবান, নাঈম, হাসান মিয়া, জাক্কান, শাহাব উদ্দিন জয়, সোহানুর রহমান, কামরান আহমদ, সজীব রায়হান, রাজিব মিয়া, ইমন আহমদ, নাহিদ মিয়া, মারুফ, লাদেন প্রমুখ।