
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে স্বাস্থ্যকর্মী, পুলিশ কনস্টেবলসহ নতুন আরও ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (রাজানগর ইউনিয়ন) মো. শামছুল ইসলাম (৫৪), সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে (দিরাই সার্কেল) কর্মরত তানভীর মিয়া (২১), পৌর সদরের সুজানগর গ্রামের শরাফত মিয়ার পুত্র সুজাত আহমেদ (৬০) ও উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কমরুননেছা (৭৫)।
আজ বৃহস্পতিবার (৯জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এ তথ্য জানান।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ জন ও সুস্থ হয়েছেন ২৯ জন।