সারাদেশ

দিরাইয়ে প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা রোগী, সর্বশেষ আরও ৩ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে প্রায় প্রতিদিনই একাধিক করোনা পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে। তবুও হাট-বাজার, মার্কেটসহ কোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এভাবে চলতে থাকলে করোনা পরিস্থিতি দিনদিন আরও খারাপ অবস্থায় পৌঁছাবে বলে মনে করছেন সচেতন মহল। সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এঁরা হলেন, উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আমিরপুর গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী আফতাবুন নেছা (৭০)। অপর আক্রান্ত দুজন হলেন পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা রফিক মিয়ার পুত্র জুবায়ের আহমেদ (৩০) ও দিরাই ব্র্যাক অফিসের রেজাউল করিমের পুত্র ইউনুস মিয়া (৪৭)। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৬২ জন। এরমধ্যে গতকাল পর্যন্ত ২৯ জন সুস্থ হবার তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap