সারাদেশ
দিরাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার পানিতে ডুবে ১০ বছরের শিশুকন্যা সানিয়া বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর সদরের ঘাগটিয়া গ্রামের শমসুন্নুর মিয়ার কন্যা ও শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্বজনরা জানান, রবিবার বেলা ২ টার দিকে সানিয়া বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এসময় সন্দেহের বশে বাড়ির পার্শ্ববর্তী খালে খোঁজাখুজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু সানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।