সারাদেশ
দিরাইয়ে নারী ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

দিরাই প্রতিনিধি : বেকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দিরাই উপজেলা নারী ফোরামের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এউপলক্ষ্যে মঙ্গলবার বেলা ২ টায় দিরাই উপজেলা পরিষদ কার্যালয়ে বিতরণপুর্ব আলোচনা সভায় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রিপা সিনহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, উপজেলা পরিষদের সি ও ফখরুল আমিন চৌধুরী বাবলু প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৪৬ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।