সারাদেশ
দিরাইয়ে বানভাসি মানুষের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ২টায় দিরাই পৌর সদরের উচ্চ বিদ্যালয়, দিরাই ডিগ্রি কলেজ ও দিরাই জামেয়ায় আশ্রিত ১শ ৫৩ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, সহকারী কমিশনার ভূমি ফারিয়া সুলতানা, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ। এরপর পৌর সদরের দোওজ, দাউদপুরসহ বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের খোঁজখবর নেন তিনি।