দিরাই উপজেলা পাবলিক গ্রুপের উদ্যোগে বৃক্ষ রোপন ও বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ ফেইসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই উপজেলা পাবলিক গ্রুপের উদ্যোগে বৃক্ষ রোপন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে দিরাই পৌর সদরের দিরাই মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের অর্ধশতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া গ্রুপের উদ্যোগে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় ও থানা কম্পাউন্ডে ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল মাহমুদ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেশচন্দ্র রায়, সমাজকর্মী আখলাক হোসেন, ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিব, গ্রুপের সদস্য ইসলাম উদ্দিন, সুফিয়ান সর্দার মিলাদ, রুহুল আমিন, জানে আলম প্রমুখ।