
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪ জন সরকারি চাকুরীজীবি ও ১ জন শিক্ষক।
আক্রান্তরা হলেন, উপজেলা কৃষি অফিসে কর্মরত রঞ্জিত কুমার বিশ্বাসের পুত্র সম্পদ চন্দ বিশ্বাস (২৭), এলজিইডি অফিসে কর্মরত আবু সিদ্দিক খানের পুত্র আব্দুল মান্নান খান (৪৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স শিপ্রা রানী দাস (৪২), দিরাই সরকারি কলেজে কর্মরত রুনু রঞ্জন ভৌমিক (৫০) ও তাঁর স্ত্রী রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রানী তাং (৪৮)।
আজ সোমবার (১৩জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার ১৪ জনের নমুনা সিলেট পিসিআর ল্যাবে পাঠানো হলে আজ ৫ জনের পজিটিভ রিপোর্ট আসে।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭ জন, সুস্থ হয়েছেন ৩৬ জন এবং মারা গেছেন ১ জন।