দিরাই চরনারচরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার ঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জের দিরাই চরনারচরে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে চরনারচর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রায় এবং উপজেলা ছাত্রলীগ নেতা সুজন হাজরা ভুট্টু’র উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। শ্যামারচর বাজার সংলগ্ন ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ও দিরাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অসিত বরণ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব নুর, যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন, ছাত্রলীগ নেতা ইমন হোসেন, প্রসেনজিৎ হাজরা, অপূর্ব চন্দ্র দাস, বিপুল তালুকদার, কমল চন্দ্র দাস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিতেস দাস টিটু, আলমগীর মিয়া, রনি চন্দ্র দাস, সন্দিপ চন্দ্র দাস,দীপু চন্দ্র দাস, অনিক চন্দ্র দাস, রাহুল দাস, পিংকু সমাজপতি, বিমল চন্দ্র দাস, আলমগীর হোসেন, সন্দীপ সেনাপতি, মিহির তালুকদার, জয় বিশ্বাস, হিমেল মজুমদার প্রমুখ।