
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার পানিতে ডুবে মাহফুজা আক্তার নামে ৪ বছরের বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামে এঘটনা ঘটে। শিশু মাহফুজা গ্রামের মুশাহিদ মিয়ার কন্যা।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পেছনে খেলা করছিল। এসময় সবার অজান্তে বন্যার পানিতে ডুবে যায় সে। পরিবারের লোকেরা খোঁজাখুজি করে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা স্বজনরা ক্ষােভের সাথে এ প্রতিবেদককে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর খোঁজ করেও কোন চিকিৎসক পাননি। নিহত শিশু মাহফুজার দাদা আব্দুল খালিক বলেন, আমার নাতনিকে নিয়ে জরুরি বিভাগে এসে কাউকেই পাইনি। এসময় আমরা চিৎকার চেচামেচি করতে থাকলে আধঘন্টা পর একজন জরুরী বিভাগে আসেন। তিনি ফোন দেয়ার পর একজন মহিলা ডাক্তার এসে আমার নাতনি মৃত বলে জানান। তিনি বলেন, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ডাক্তার না পাওয়ার অভিযোগটি ভিত্তিহীন। জরুরী বিভাগে কোন মেডিকেল অফিসার ডিউটি করেননা। ডিউটিরত স্টাফ শিশুটিকে মৃত বলে জানালেও স্বজনরা মেডিকেল অফিসার ডাকতে বলেন। আমাদের লোক তৎক্ষনাৎ হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ডা. মনি রাণীকে ডেকে নিয়ে আসছে। তিনিও শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানিয়েছেন।