সারাদেশ

‘বন্যা যাবে আসবে সুদিন’ জামালগঞ্জে বানভাসিদের পাশে শামীমা শাহরিয়ার এমপি

নিজাম নুর, জামালগঞ্জঃঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সকল সাহায্য, সহযোগিতা আর উপহার নিয়ে আমাদের ব্যক্তিগত সবটুকু প্রচেষ্টা আর সামর্থ্য দিয়ে বানভাসি মানুষের পাশে থাকতে চাই, মহান আল্লাহ আমাদের রক্ষা করবেন। বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও সাচনাবাজার ইউনিয়নের রক্তি রাধানগর, রাধানগর, শুকদেবপুর, ব্রাক্ষনগাও, দুর্লভপুর, রাঙ্গামাঠি, সদর ইউনিয়নের নয়াহালট, সোনাপুর সহ বিভিন্ন গ্রামে বন্যার্ত দের মাঝে ত্রান বিতরনকালে বানভাসিদের আশ্বস্ত করে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। বিতরন কালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, কৃষকলীগের আহবায়ক শামছুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক মাহমুদুল হাসান তারেক, ফেনারবাকঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শুভ্রত পুরকায়স্ত্র, ইউপি সদস্য তহুর মিয়া, সদর ইউনিয়ন যবলীগের সভাপতি শিরিন মিয়া, যুবলীগ নেতা শেরন মিয়া, মামুন মিয়া, আলমঙ্গীর, সদর যুবলীগের সহ সভাপতি বশির মিয়া, যুবলীগ নেতা ফুরকান আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap