সারাদেশ
দিরাইয়ে মোটর সাইকেল চাপায় আহত শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃঃ সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া মোটর সাইকেল চাপায় আহত শিশু হামিম মিয়ার (৮) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার করিমপুর ইউনিয়নের মো. তছর মিয়ার পুত্র ও নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
ইউপি সদস্য রুবেল মিয়া জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) শিশুটির বাড়ির সামনে দিরাই-কাইমা সড়কে মোটর সাইকেলের চাপায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।