জাতীয়
সংবাদ প্রকাশের পর সরকারি খালে পাকা ঘর নির্মাণ বন্ধ করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার ঃ দিরাই পৌর সদরের হারানপুর নতুন পাড়ার বিজয় বিশ্বাস সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে গত ৫ ডিসেম্বর বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচারিত হয়। “দিরাইয়ে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণ” শিরোনামে প্রকাশিত সংবাদটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এই খাল নয়, দিরাইয়ে যতগুলো খাল অবৈধ দখলে রয়েছে, পর্যায়ক্রমে সবগুলো থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।