সারাদেশ
করোনা আক্রান্ত হয়ে দিরাইয়ে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের সচিন্দ্র রায়ের পুত্র শৈলেন রায় (৫৫)। জানাযায়, করোনা উপসর্গ নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবস্থায় চিকিৎসাধীন ছিলেন শৈলেন রায়। গত বুধবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেট শহরে পৌঁছার পরপর এম্বুলেন্সেই মারা যান তিনি। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।