
স্টাফ রিপোর্টারঃ “বাংলাদেশ পুলিশ বাহিরে আছে, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থেকে আমাদের সহযোগিতা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে দিরাই থানা পুলিশ। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় এই সচেতনতামূলক টহল বের করা হয়। বুধবার বিকেলে দিরাই বাজারের থানা রোড, পুর্ব বাজার, মধ্য বাজার, কলেজ রোড, পৌর এলাকার বাহিরে দিরাই মদনপুর সড়কের কর্ণগাঁও মোড়সহ উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুলের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে সকল পর্যায়ের মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নিজ ঘর, আশপাশ পরিস্কার পরিচ্ছান্ন রেখে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকিংয়ে আহবান জানানো হয়। প্রচারণায় থানার সকল এসআই, এএসআইগন ও পুলিশ সদস্যরা অংশ নেন। দিরাই উপজেলার সাধারণ মানুষকে সুরক্ষা দিতে দিরাই থানা পুলিশ সব সময় প্রস্তুত এবং এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন দিরাই থানার ওসি কেএম নজরুল।
